লক্ষ্মীপুর সংবাদদাতা : জেলার সদর উপজেলার টুমচর ইসলামিয়া কামিল মাদরাসা পরিবারের দুজন সদস্য ২টি নামকরা বড় বিদ্যা পীঠে নিয়োগ পেয়েছেন।
তারা হচ্ছেন আসেম হারুন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম এ হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেনটে লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ ছাড়াএকই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ইমাম হোসাইন শিক্ষক হিসেবে মনোনীত হয়েছে বিএএফ শাহীন কলেজ, কুর্মিটলাতে।
টুমচর ইসলামীয়া কামিল মাদরাসা পরিবারের পক্ষ থেকে তাদের উভয়কে আন্তরিক অভিনন্দন জানান হয়েছে।
বিশ্ব বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত আসেম হারুন টুমচর মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জেলার শ্রেষ্ঠ আলেমে দ্বীন হজরত মাওলানা হারুন আল মাদানীর সন্তান।।