নিজস্ব সংবাদদাতা
গত শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়..
শাখা সভাপতি জাকির হোসেন সবুজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড.এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা উপদেষ্টা এ আর হাফিজ উল্লাহ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী। জেলা সাধারণ সম্পাদক নওশের আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি শ্রমিক নেতা মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল খায়ের মিয়া, সহ সাধারণ সম্পাদক আবুল বাশার মিয়া ও মিলন, চাঁনময়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরিবহন শ্রমিকদের সড়ক পরিবহন নৈরাজ্য চলছে সেই সমস্যা সমাধানে কর্মীদের এগিয়ে আসতে হবে। সড়কে বিশৃঙ্খলা, চাঁদাবাজি, দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরিবহন শ্রমিকদের জানমালের নিরাপত্তা সরকারকে বিধান করার ব্যবস্থা নিতে হবে।