করোনার চতুর্থ ঢেউ
কলমে নাঈম হোসেন
চারিদিকে মৃত্যুর হাহাকার
শুনি ক্রন্দন হৃদয়ে সবার।
জানিনা কখন আমার ডাক এসে যায়।
ক্ষমা করে দিয়ো কষ্ট রেখোনা আমায়।
প্রতিবেশির কত লোক ও স্বজন
করোনার থাবায় করছে পরপারে গমন।
মৃত্যুর মিছিলে প্রতিমুহূর্তে যোগ হচ্ছে পুরুষ, নারী।
স্বজনদের শোককান্নায় আকাশ হচ্ছে ভারী।
জানিনা কোন পাপে আল্লাহ করেছেন মুখভারী?
একের পর এক বালা, মরছে আপন, আহা! কত লাশের শারি?
করোনার হানা না কাটতেই এসেছে জলপ্লাবন।
নিবন্ত দিম এমন সময় ফের করোনার আক্রমণ।
এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা’ করোনার চতুর্থ ঢেউ।
জানিনা এবার বাঁচব কী আমি? বাঁচবে কী কেউ ?
আল্লাহর কাছে তওবা করি, চাই গুনাহের মাফ!
আপদ দূর করো, শুদ্ধমতি হৃদয় দাও, অন্তর করো সাফ।
সমাপ্ত।।
রচনাকালঃ ৩ জুলাই ২০২২ ইং রোজ রবিবার।