কবিতা শুদ্ধাচার
কলমে নাঈম হোসেন
ধর্মীয় বিধান মতে সেই বারো বছরে সাবালক হয়েছি।
তারপর থেকে প্রয়োজন-অপ্রয়োজন কত হেল-দোল জীবন কাটিয়েছি।
ছাত্র জীবনের পড়াশুনা শেষে চাকুরীর পিছু ছুটেছি।
চাকুরী হোক আর না হোক কর্মজীবনে ছুটেছি।
তারপর বিবাহ বন্ধনে বউয়ের প্রণয় চেয়েছি।
কি চেয়েছি? কী পেয়েছি?
যা কভু চাইনি হয়ত বেমক্কা তা পেয়েছি।
কিন্তু আমার উপর অর্পিত কর্তব্য বেমালুম ভুলে গেছি।
আমার উপর অর্পিত কর্তব্য কী? কোরআন -হাদীসের সেই আজ্ঞা ছুঁয়েও দেখিনি।
কেউ উপদেশ দিলেও তাকে দিয়েছি ধমকানি।
অলস জীবনে কোরআন-হাদীস পড়িনি, ধর্মীয় শিক্ষা পাইনি, রোজা-নামাজ পড়িনি।
শুধু অর্থের পিছু ছুটেছি, কখনও আত্মকথা ভাবিনি, আত্মশুদ্ধি চাইনি।
যা চেয়েছি, যা পেয়েছি, সব মিছে মায়া! কিছুই হবেনা পরপারের সাথী।
কবর হবে আখেরাতের প্রথম মঞ্জিল, ঘুটফুটে অন্ধকার সেথায় থাকবে না বাতি।
সেদিন থাকবে শুধু ঈমানের জ্যোতি।
ফিরে এসো সবে আর না করি কেহ পাপাচার, আল্লাহর কাছে নিজেকে সঁপে চাই শুদ্ধাচার।
সমাপ্ত।।
রচনাকালঃ ৩ জুলাই ২০২২ইং রোজ রবিবার।