লক্ষ্মীপুরে শুদ্ধাচার পুরস্কার পেলেন চারজন
নিজস্ব প্রতিবেদক :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার
হোছাইন আকন্দ এর মনোনয়নে এই
বছর শুদ্ধাচার পুরুস্কারের জন্য লক্ষ্মীপুর
জেলা প্রশাসনের ৪ জন মনোনীত হয়েছেন।
তারা হলেন জনাব মোঃ তৌহিদুল ইসলাম
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,
মোঃ ইমরান হোসেন উপজেলা নির্বাহী অফিসার
সদর লক্ষ্মীপুর। তোফায়েল আহমেদ
মজেলা প্রশাসকের গাড়ী চালক,
এবং জোহরা বেগম সার্টিফিকেট সহকারি
সহকারি কমিশনার ভুমি কার্যালয় সদর।
পুরুস্কার প্রাপ্তদের হাতে পুরুস্কার তুলে দিয়ে
মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ মহোদয় বলেন কাউকে
পুরুস্কার দেয়া মানে এক ধরনের বিনিয়োগ,
কর্মক্ষেত্রে সবাইকে আরো সততার সাথে
দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন,
সাজিয়া পারভীন অতিরিক্ত জেলা প্রশাসক
(রাজস্ব)নূর এ আলম অতিরিক্ত জেলা
প্রশাসক ( সার্বিক) মেহের নিগার
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)
সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।