লক্ষ্মীপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় বখাটে ছাত্রের হাতে কলেজ শিক্ষক হত্যাকান্ডসহ সারাদেশে অব্যাহত শিক্ষক , নির্যাতন ও লাঞ্চিত করার প্রতিবাদে জেলার রায়পুর উপজেলা কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, জমিয়াতুল মোদারেসিন ও মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হযেছে।
আজ ২জুলাই (শনিবার), সকাল ১১ ঘটিকায় রায়পুর থানার সামনে ঘন্টব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে রায়পুর উপজেলার সকল শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, রায়পুর কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক, মোঃ আ ন ম নিজাস উদ্দিন, মোঃ শামছুত্তাওহিদ,(প্রধান শিক্ষক , মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ সাইফুদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ হারুনুর রশিদ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী , মোঃ আমির হোসেন, বলরাম মজুমদার, জতিময় মজুমদার, মোঃ আবু সায়েম চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা সাম্প্রতিক ঘটে যাওয়া সাভারের আশুলিয়ায় ছাত্র কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার হাজী ইউনুস আলী স্কুল এণ্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকার এবং নড়াইলে লাঞ্চনার শিকার অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াস ও লক্ষ্মীপুর সহ সারাদেশের শিক্ষক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারকরে শাস্তি প্রদান এবং উৎপল কুমার হত্যা মামলার আসামিকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।