দত্তপাড়া কলেজের সহকারী অধ্যাপক সমীর কান্তি দে আর নেই।
দত্তপাড়া কলেজের সহকারী অধ্যাপক ও সমাজবিজ্ঞান বিভাগের, বিভাগীয় প্রধান সমীর কান্তি দে আর নেই।
তিনি অদ্য দুপুর ১.৩০ মিনিটে ঢাকায় হাসপাতালে পরলোক গমন করেন |
“ঔঁ দিব্যাণ্ লোকাণ্ স্বঃগছতু।”উনার অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত |
এলাকাবাসী, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সকলে উনার আত্মার সদ্গতি ও শান্তি কামনা ও শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে |