জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে রায়পুরে ছাত্র সংবর্ধণা।
কামাল উদ্দীন রায়পুর (লক্ষীপুর) সংবাদদাতা
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ -এ হায়দরগঞ্জ তাহেরিয়া আর. এম. কামিল মাদরাসার দুই কৃতি শিক্ষার্থী, ফাজিল প্রথম বর্ষের মোঃ জিল্লুর রহমান এবং আলিম পরীক্ষার্থী মোঃ আবুল বাসার – কে গত মঙ্গলবার ৭ ই জুন রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধণা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তৌহিদুল ইসলাম, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অঞ্জন দাশ, রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রায়পুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুল হক, রায়পুর উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মাঈন উদ্দিন,হায়দরগঞ্জ তাহেরিয়া আর. এম. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল আজিজ মজুমদার এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
ছাত্রদ্বয় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ রায়পুর উপজেলা, লক্ষ্মীপুর জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে কেরাত এবং হামদ/নাত প্রতিযোগীতায় উভয়ে প্রথম অর্জন করেছিল।
সর্বশেষ ঢাকার জাতীয় পর্যায়ে-
“গ”গ্রুপ (করাত) মোঃ আবুল বসার আলিম ২য় বর্ষ জাতীয়ভাবে ২য় স্থান। “ঘ”গ্রুপ( হামদ/নাত), মোঃ জিল্লুর রহমান ফাযিল ১ম বর্ষ। জাতীয়ভাবে ৩য় স্থান অর্জন করে। তাদের গৌরবময় ফলাফলের এই সংবর্ধণা দেওয়া হয়।