লক্ষ্মীপুরে রাস্তা যেন মরণ ফাঁদ।
লক্ষ্মীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুর , চৌমুহনী সড়কের যাদৈয়া পোলের গোড়া থেকে শুরু করে কাছিদ বাড়ীর পোলের গোড়া পর্যন্ত রাস্তা উত্তর পাশে মাটি সরে গিয়ে কার্পেটিং পর্যন্ত ভেঙ্গে গিয়ে রাস্তাটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে ।
যেকোনো সময়ই হতে মারাত্মক সড়ক দুর্ঘটনা । এলাকাবাসীরা বলেন,” বড় ধরনের দূর্ঘটনা সংঘটিত হওয়ার আগেই রাস্তাটা মেরামতের দাবী করছি।