লক্ষ্মীপুর প্রেসক্লাবে বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম বার্ষিকী পালিত।
লক্ষ্মীপুর প্রতিনিধি।
গত বুধবার (১ জুন ) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি লক্ষ্মীপুর জেলা শাখা এবং কেন্দ্রীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা , আবৃত্তি ও সংঙ্গীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চৌমুহনী সরকারি এস.এ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জেড.এম ফারুকী |
কেন্দ্রীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম তপন এর সভাপতিত্বে ও নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কার্তিক সেনগুপ্তের পরিচালনায় এবং নজরুল একাডেমির সভাপতি মো : সেলিম উদ্দিন নিজামী’র উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় |
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অ:)মোবাশশের আহমেদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ভাইস-প্রিন্সিপাল হেলাল উদ্দিন মাহমুদ, জনতা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আবদুল কাদের, কবি এস এম জাহাঙ্গীর, প্রাক্তন পরিসংখ্যান কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ , ইসলামী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম, বাবুল চক্রবর্তী, রাফি নাহিদ, বাপ্পী লোহানীও টিংকু রঞ্জন মল্লিক প্রমুখ |
অনুষ্ঠানে আবৃত্তি ও সংঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা |