লক্ষ্মীপুর সংবাদদাতাঃ
২৩ এপ্রিল শনিবার ইসলামি ব্যাংক লক্ষীপুর শাখার ইফতার মাহফিল ব্যাংকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জোনাল ইনচার্জ ও ই ভি পি মোঃ কামরুল বারী ইমামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কুল প্রদিপ চাকমা, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলাদাদ পুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও মান্দারী বড় মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান আলমাদানী, টুমচর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস, মেহমান হিসেবে ব্যাংকের রায়পুর শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন চৌমুহনী এস এ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেড এম ফারুকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সমাজসেবক এ আর হাফিজ উল্যাহ, বনিক সমিতির সহসভাপতি আবদুল আজিজ, সেক্রেটারি আবুল কালাম আজাদ, বিশিষ্ট ঠিকাদার এমদাদ উল্লাহ প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মোঃ ছানা উল্লাহ।
অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।