নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর এর দৃষ্টিনন্দন ও আধুনিক গেটের শুভ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে এর উদ্ভোদন করেন মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহধর্মিণী তাহরিমা আনোয়ার, জনাব সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), লাবন্য বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, লক্ষ্মীপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (সকল), সহকারী কমিশনার (ভূমি) গণ, জেলা প্রশাসন, লক্ষ্মীপুর ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।