জেলার কমলনগর ও রামগতি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর চতুর্থ ধাপে ০৪ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), লক্ষ্মীপুর, জনাব মেজবাহ উদ্দিন চৌধুরী বাপ্পী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কমলনগর, লক্ষ্মীপুর, জানব মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষ্মীপুর, জনাব এস এম শান্তনু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, রামগতি, লক্ষ্মীপুর, সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, কমলনগর ও রামগতি, লক্ষ্মীপুর, এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামীলীগ, লক্ষ্মীপুর এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারসাংবাদিকবৃন্দ।