মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চন্দ্রগঞ্জ শাখা, লক্ষীপুর আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। ব্যাংকের ভিপি ও চন্দ্রগঞ্জ শাখা প্রধান জনাব মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন জনাব শাহাদাত হোসেন।SPO ও ম্যানাজার অপারেশন্স মোঃ নজিব উল্লাহ স্যার এর সঞ্চালনায় বিজয় দিবসের গুরুত্ব-তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিনিয়োগ ইনর্চাজ জনাব এ বি এম নিজাম উদ্দিন po, জনাব রোকন উদ্দিন JO । অনুষ্ঠানে সভাপতির বক্তবে শাখার সকল গ্রাহক, শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানান চন্দ্র গঞ্জ শাখার VP & শাখা প্রধান জনাব মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ স্যার। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জনাব মোঃ সোলাইমান মাহমুদ SFO।সভায় শাখার সকল জনশক্তি উপস্থিত ছিলেন।