করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট জালিয়াতির ঘটনায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সাবেক কার্ডিওলজিস্ট সার্জন ও জেকেজি হেলথকেয়ারের চেয়ারপার্সন ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ মোট আট জনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ রায় ঘোষণা করেন।