লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক
লক্ষ্মীপুর সংবাদদাতা :
জেলার কমলনগরে সড়ক দুর্ঘটনায় মোঃ মনির হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।
১ জুন(শুক্রবার) রাত ৮টায় কমলনগর থানার দু’শত গজ পশ্চিমে লক্ষ্মীপুর –রামগতি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় , নিহত মনির হোসেন ঘটনার সময় নিজ প্রয়োজনে লরেঞ্চ বাজার থেকে উপজেলা সদর হাজির হাটে মোটরসাইকেল যোগে রওয়ানা দিয়ে পথিমধ্যে সড়কে থাকা পাথর কণা ও বালির উপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি সড়কে ছিটকে পড়ে ঘটস্থলে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার সাথে থাকা অপর আরোহী মোঃ মনির (২৪) গুরুতর আহত অবস্থায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহত যুবক উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রমজান আলী ওরফে শরবত আলী বাড়ির মৃত বেলায়েত হোসেন ওরফে কোরবান আলীর ছেলে।
সড়ক দুর্ঘটনায় নিহত মনিরের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দীন ।