রায়পুরে বিট পুলিশিং সভা
রায়পুর প্রতিনিধি।
লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশে পুলিশের সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে ১৪/০৬/২০২২ (মঙ্গলবার)
০৩ নং চরমোহনা ইউনিয়ন ০৪ নং বিট এলাকায় বিট পুলিশিং সভা করেন অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া ,
ইউনিয়ন বিট অফিসার এসআই ইমদাদুল হক, এসআই আব্দুল আলীম ও এএসআই ইসমাইল হোসেন |
এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান শফিক পাঠান ও ইউপি সদস্যসহ গ্রাম পুলিশগণ | সভায় অফিসার ইনচার্জ বিট এলাকার চুরি-ডাকাতিসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে বিট পুলিশিং কার্যক্রমে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন| এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।