রায়পুরে নিবন্ধনহীন বেসরকারি ক্লিনিকে প্রশাসনের অভিযান |
রায়পুর প্রতিনিধি |
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আজ ৫ জুন ২০২২ খ্রি. তারিখে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনায়, রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর কর্তৃক নিবন্ধনহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকসমূহে সুপারভিশন ও মনিটরিং এর অংশ হিসেবে রায়পুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করার অপরাধে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় |
একইসাথে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্ত লাইসেন্সবিহীন ট্রাকচালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রায়পুর ডাঃ মোঃ বাহারুল আলম, রায়পুর এবং রায়পুর থানা পুলিশ |
জেলা সিভিল সার্জন আহম্মদ কবীর এই প্রতিবেদককে বলেন,” লক্ষ্মীপুর জেলায় কোন নিবন্ধনহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকসমূহ থাকতে পারবে না। তবে আমরা কোন ক্লিনিক বন্ধ বা সিলগালা করব না। স্বাস্থ্যকর পরিবেশে মানসম্মত চিকিৎসার পরিবেশ সৃষ্টির জন্য এবং রোগীদের সেবায় মানসম্মত চিকিৎসার জন্য ক্লিনিক ও ডায়াগনস্টিকসমূহে লক্ষ্মীপুর জেলার প্রতিটি উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে |