বিশ্ববন্ধু
নাঈম হোসেন
বিশ্বনবী, বিশ্ববন্ধু ছিলেন যে সবার |
রূপে গুণে অনুপম নেই তুলনা যার |
নিজে না খেয়ে, দিয়েছে অন্যকে আহার |
কারও প্রতি করেনি কখনো অবিচার |
শিশু বয়সেই আলআমীন উপাধি পেল সততার |
ধর্মকর্মে গড়িমসি কভু ছিলনা তাঁর |
ছোট-বড়ো সবাইকে সে বেসেছে ভালো |
তাঁর স্পর্শমণিতে আঁধারও হয়েছে আলো |
আল্লাহর প্রিয় সে মানুষকে ভালোবেসে |
শত্রুও মিত্র হয়েছে তাঁর ভালোবাসায় শেষে |
পর উপকারে জীবনটা তার করেছে বিলীন |
কী করে মানুষ করবে শোধ এই ঋণ?
পুরো কোরআনটাই ছিল চরিত্র তাঁর |
তাইতো সে বিশ্ববন্ধু শ্রেষ্ঠ সবার |
যদি নিজেকে কেউ ভালো মানুষ গড়তে চাও |
রাসূলের আদর্শে নিজেকে গড়ে নাও |
সমাপ্ত।
রচনাকালঃ ৪ জুন ২০২২ইং