রামগতিতে সড়ক দুর্ঘটনায় নিহত –১ |
রামগতি প্রতিনিধি।
লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় মোঃ নাহিদ (২২) নামে এক পিক-আপের চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে আলেকজান্ডার – সোনাপুর সড়কের প্রভিটা হ্যাচারীর সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাহিদ রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর মেহার এলাকার কামরুল ইসলাম গ্রামপুলিশের (চৌকিদার) ছেলে। তার পিতা কামরুল ইসলাম চৌকিদার ৪ নম্বর আলেকজান্ডার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ পদে চাকরি করেন।
পত্যক্ষদর্শীরা জানান পিক-আপ চালিয়ে নোয়াখালী থেকে বাড়ি ফেরার পথে প্রভিটা এলাকায় পৌঁছাতে বিকট শব্দ হয় এতে পিক-আপের সামনে চাকা পানচার হয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন, পরে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় চালকের সহকারি আহত হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয় |