রায়পুর প্রতিনিধি|
জেলার রায়পুরে নিরাময় হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের মালিকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারেক আজিজ এ আদেশ দেন|
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে আদালত স্বপ্রণোদিত হয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা রুজু করে পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এসময় প্রতিষ্ঠানটির মালিক মিজান মুন্সি ও ডাঃ আসাদুজ্জামানসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা রুজুরও আদেশ দেয়া হয়|
জানা যায়, রায়পুর নিরাময় হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের মালিক মিজান মুন্সি ও ডাঃ আসাদুজ্জামানসহ কয়েকজন মিলে ওই প্রতিষ্ঠানে কর্মরত নারী স্টাফদের সাথে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে। সম্প্রতি আপত্তিকর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন|
তবে এবিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদকক জানান, আদালতের আদেশ কপি থানায় এখনো পৌঁছেনি। আদেশ কপি আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|