সংবাদদাতা।। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের কৃতি সন্তান, মান্দারী বাজার বড় জা’মে মসজিদের সাবেক সন্মানিত খতিব,বিশিষ্ট ওয়ায়েজ,আমাদের মুরুব্বি প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মালেক ফারুকী ছাহেব ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিঊন। আল্লাহ তায়ালা মরহুমের দ্বীনি খেদমাত কবুল করে রমজানের বরকতে ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
আগামী কাল সকাল ১০ ঘটিকার সময় মরহুমের নিজ বাড়িতে ওনার জানাজার সলাত অনুষ্ঠিত হবে।