অদ্য ৩০ মার্চ ২০২২ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত । জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা উপদেষ্টা জনাব এ আর হাফিজ উল্লাহ্ । বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সভাপতি এডভোকেট মুহসিন কবির মুরাদ ও জেলা উপদেষ্টা মাওলানা নাসির উদ্দিন মাহমুদ। আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, জেলা ট্রেড ইউনিয়ন সমূহের পরিচালক অধ্যাপক আব্দুল হাকিম ও লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি মঞ্জুরুল আলম মিরন সহ প্রমূখ। নেতৃবৃন্দ বলেন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেক পেশাভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠন করে শ্রমিকদের কে ঐক্যবদ্ধ করা সময়ের দাবী। শ্রমজীবীদের কে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য ট্রেড ইউনিয়ন ভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকল পণ্য দ্রব্যের মূল্য শ্রমিকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। মহান স্বাধীনতার এই মাসে শ্রমজীবীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। স্বাধীনতা দিবসের র্যালী থেকে ঢাকায় গ্রেফতারকৃত শ্রমিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।