প্রেস বিজ্ঞপ্তিঃ
সরকার কর্তৃক মদের লাইসেন্স দেওয়ার ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২৩ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শহর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশের মত মুসলিম রাষ্ট্রে মদের লাইসেন্স দেওয়া সরকারের একটি ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ এটি সামাজিক অবক্ষয় সৃষ্টি করবে এবং অনৈতিক কর্মকান্ড বাড়াবে তাই অবিলম্বে উক্ত লাইসেন্স দেওয়ার ঘোষণা বাতিল করতে হবে।
সমাবেশ আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা শামসুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারী জহিরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।