লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ ও রামগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর মহোদয়৷ এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব আবুল খায়ের পাটোয়ারী, মেয়র, রামগঞ্জ পৌরসভা, জনাব এ.কে. এম সালাহউদ্দিন টিপু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর সদর,জনাব তাপ্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, রামগঞ্জ, জনাব মো. ইমরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার,লক্ষ্মীপুর সদর, জনাব ফরিদা ইয়াসমিন লিকা, সভাপতি, লক্ষ্মীপুর মহিলা সংস্থা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।