লক্ষ্মীপুর সংবাদদাতাঃ
লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর, কাকলি শিশু অঙ্গন, লক্ষ্মীপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর এবং সভাপতি, বর্নিত বিদ্যালয়সমূহ। এ সময় উপস্থিত ছিলেন জনাব তাহরিমা আনোয়ার, অধ্যক্ষ,কাকলি শিশু অঙ্গন ও সহধর্মিণী, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর, জনাব মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর, জনাব আব্দুল মতিন, জেলা শিক্ষা অফিসার, লক্ষ্মীপুর, বর্নিত বিদ্যালয়সমূহের অধ্যক্ষ, অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ।