লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে শতাধিক স্কুলের প্রায় ৮ হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে হলি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল ক্যাম্পাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরআগে ২৫ নভেম্বর একাধিক কেন্দ্রে ৫ম শ্রেণির প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
শনিবার লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল ক্যাম্পাসে পরীক্ষার হল গুলো পরিদর্শন করেন- লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের অধ্যক্ষ চৌধুরী গিয়াস উদ্দিন সেলিম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি শরীফ আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি সর্দার সৈয়দ আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ আরিফ মাইন উদ্দিন ও লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন প্রমুখ।
জানা গেছে, হলি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে কম্পিউটার উপহার দেয়া হবে। একই সাথে বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত আরও ৫২০ জন ছাত্রছাত্রীকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করবে হলি ফাউন্ডেশন। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা বিনাখরচে অথবা অর্ধখরচে লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এবং লক্ষ্মীপুর হলি বয়েজ স্কুলে পড়ালেখার সুযোগ রয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কৃত করা হবে বলেও জানা যায়।