নিজস্ব সংবাদদাতাঃ
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ১৭ ডিসেম্বর শীতার্ত দরিদ্রদের মাঝে শীত বস্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া । বক্তব্য রাখেন প্রফেসর জেড.এম ফারুকী, প্রফেসর জাকির হোসেন, এডভোকেট হাফিজুর রহমান । পরিষদের সভাপতি মাস্টার ছাইফ উদ্দিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী ও সেক্রেটারী এডভোকেট রুহুল আমিন কিরণ । সংগঠনের কোষাধ্যক্ষ হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট হুমায়ুন কবির, শামছুল করিম খোকন, আবদুল আজিজ, ইসমাইল হোসেন ফারুক সহ বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ । অনুষ্ঠানে ১৫০ জনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।